রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মালিবাগ রেলগেট ফ্লাইওভারের নিচের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করি। এ সময় স্থানীয়দের কাছে জানতে পারি ওই ব্যক্তি ওই এলাকাতেই ভবঘুরে হিসেবে জীবনযাপন করতো। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।”
এসআই নজরুল ইসলাম আরো বলেন, “পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।”